শ্বশুরবাড়িতে আবারও বড় প্রশ্নের মুখে শিমূল । নতুন কোনও ঝড় আসতে চলেছে তাঁর জীবনে । সম্প্রতি সেরকমই আভাস পাওয়া গেল 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের নতুন প্রোমোতে (Tele Serial Kar Kache Koi Moner Katha) । যেখানে দেখা গিয়েছে গয়না বিক্রি করে দিয়েছে শিমূল । কিন্তু কেন ?
প্রোমোতে দেখা গেল, শ্বশুবাড়ির সবাই তাঁকে ঘিরে ধরেছে, হাতের গয়না কোথায় বারবার জিজ্ঞেস করছে তার শাশুড়ি, স্বামী । গয়না বিক্রির কথাও তোলেন তাঁরা । কিন্তু স্পষ্ট করে কিছুই বলতে চায়নি শিমূল । বরং একটা ধোঁয়াশা রেখে দিয়েছে সে । তার জবাব একটাই, সময় হলেই সবাই সবটা জানতে পারবে । কোথায় গেল শিমূলের গয়না ? বিক্রি করলেও, তার কারণ কী ? ভাবাচ্ছে দর্শকদেরও । সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর । ওইদিন এক ঘণ্টার এপিসোডে সবটা জানা যাবে ।
আরও পড়ুন, Shruti Das: 'তা সে যতই কালো হোক', শাহরুখ স্তুতির মাঝে 'কালো ছেলে' অ্যাটলির হয়ে কলম ধরলেন শ্রুতি
তবে, যেটুকু জানা যাচ্ছে যে, শাশুড়িকে তীর্থে পাঠানোর জন্য গয়না বন্দক দিয়ে বা বিক্রি করে টাকার জোগাড় করছে শিমূল । মায়ের ঘোরার জন্য যে টাকা দেবে না ছেলের, তা তারা আগেই জানিয়ে দিয়েছে । কিন্তু, ২০ হাজার টাকার জন্য শাশুড়ি ঘোরা বন্ধ হতে দিতে নারাজ শিমূল । সে স্পষ্ট জানিয়েছে, টাকা জোগাড় করবে সে । কিন্তু, এদিকে শাশুড়িমা দুই ছেলের টাকা নিতে চান না আর । শিমূল যাতে বাপের বাড়ি থেকে টাকা না আনে, সেটাও জানিয়ে দেয় শাশুড়ি । তাই এরপরই হাতের গয়না বিক্রি করতে যায় শিমূল ।