মুক্তি পেল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই উপন্যাস অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ওয়েব সিরিজ 'দুর্গ রহস্য'-এর (Durgo Rawhoshyo) অফিসিয়াল টিজার (Teaser)। রবিবাসরীয় সকালে 'ব্যোমকেশ' এর প্রথম ঝলক শেয়ার করলেন অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে দেব (Dev) অভিনীত, বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahoshyo) ছবি। এর মধ্যেই আরও একটি দুর্গরহস্যের টিজার উত্তেজনার পারদ আরও বাড়ল।
শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, ব্যোমকেশ তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য দূরবীন দিয়ে দূরের একটি কেল্লা দেখছেন। আর সেখানেই রয়েছে রহস্যের জড়। যেটার সমাধান করতে ওই কেল্লায় যাবেন ব্যোমকেশ এবং অজিত।
এই গল্পে অজিতের ভূমিকায় রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর অনির্বাণের পাশে সত্যবতী হিসাবে দেখা গিয়েছে অভিনেত্রী সোহিনীকে। যিনি দাঁড়িয়ে রয়েছেন সদ্যোজাতকে কোলে নিয়ে।
আরও পড়ুন - দেখতে দেখতে ৩৬-এ পা, জন্মদিনে প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
টিজারের শুরু থেকেই বোঝা যাচ্ছে দর্শকদের রহস্য, রোমাঞ্চে মোড়া এক অভিনব সিরিজ উপহার দিতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টিজারের শেষ ঝলকে সত্যান্বেষী ব্যোমকেশকে বলে শোনা যায়, আসলে সত্যান্বেষী সবাই অজিত, আমি, তুমি, সত্য। শুধু সবার সত্যটা আলাদা। যা আরও রোমাঞ্চকর করে তুলেছে দুর্গ রহস্যের প্রথম ঝলককে। ওটিটি প্ল্যার্টফর্ম হইচইতে মুক্তি পেতে চলেছে এই সিরিজ।