চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযানের (Chandrayaan 3) অবতরণ নিয়ে দেশের বিভিন্নপ্রান্ত থেকে নাগরিকদের নানাবিধ কার্যকলাপ দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের। এবার সেই তালিকায় নয়া সংযোজন পাকিস্তানের (Pakistan citizen) সিন্ধু প্রদেশের বাসিন্দা সীমা হায়দার। ভারতের চন্দ্রযান অবতরণের সাফল্য কামনায় উপবাস করলেন এই পাক নাগরিক। বর্তমানে নয়ডার বাসিন্দা সচিন মীনার স্ত্রী সীমার ভাইরাল ভিডিয়ো (Viral video) প্রকাশ্যে এল ভারতের চন্দ্রযানের অবতরণের ঠিক আগেই।
যে ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেবতাদের মূর্তির সামনে হাতজোর করে মন্ত্র পড়ছেন সীমা হায়দার। তিনি জানান, তাঁর শরীর ভাল না থাকা সত্ত্বেও, তিনি ভারতের চন্দ্রযান অভিযানের জন্য কায়মনোবাক্যে সাফল্য কামনা করেন। সেই কারণেই, এই উপবাসের সিদ্ধান্ত।
আরও পড়ুন: Chandrayaan 3 Landing :চন্দ্রযান ৩ ছুঁল চাঁদের মাটি, ইতিহাস রচনা ভারতের
উল্লেখ্য, চাঁদের মাটিতে পৌঁছে গেল চন্দ্রযান ৩ (Chandrayaan 3 update)। নির্দিষ্ট সময়েই চাঁদে সফট ল্যান্ডিং করল রোভার বিক্রম। ৫টা ৪৪ মিনিট থেকে শুরু হয় ল্যান্ডিং প্রক্রিয়া।
চলতি বছরের ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে চন্দ্রযান ৩। বেলা ২টো ৩৫-এ সফলভাবে উৎক্ষেপন হয়। এরপর কেটেছে এক মাসেরও বেশি সময়। অবশেষে ২৩ অগাস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩।