ওয়েব সিরিজে নতুন ইনিংস শুরু করতে চলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ । আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্য়াস 'দ্য সিটাফোর্ড মিস্ট্রি' উপন্য়াসটিকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এই ওয়েব সিরিজ । সিরিজের নাম 'চার্লি চোপড়া'। ওয়েব সিরিজে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ ও পাওলি দামকে । ইতিমধ্যেই সিরিজের টিজার প্রকাশ্যে এসেছে ।
টিজারে দেখা যাচ্ছে, একটা খুন, যার প্রসঙ্গে উঠে আসছে একাধিক প্রশ্ন । খুনী কে, আপনজন কেউ নাকি অন্য কেউ, সেই রহস্য সমাধান করতেই আসছে এই ওয়েব সিরিজ । সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্য়াটফর্ম সনি লিভ-এ । পাওলি ও নাসিরুদ্দিন শাহ ছাড়াও এখানে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি , প্রিয়াংশু পাইনুলি , নীনা গুপ্তা (Neena Gupta), রত্না পাঠক শাহ-সহ আরও অনেকে ।