ছোট বড় পর্দায় একাধিকবার দেখা গিয়েছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস পরিণীতা। বিদ্যা বালান এবং সৈফ আলি খান অভীনিত ছবিটি তো বলিউডে সারা ফেলে দিয়েছিল। এবার সেই পরিণীতা আবারও আসছে পর্দায়, তবে ছোট কিম্বা বড়পর্দায় নয়, আসছে ওটিটি সিরিজে।
'পরিণীতা' সিরিজের জন্য এই প্রথম জুটি বাঁধছেন গৌরব চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। গৌরব ছোট-বড় পর্দায় অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। দেবচন্দ্রিমাও ছোটপর্দায় খুব চেনা মুখ। সম্প্রতি হিন্দি সিরিয়ালেও কাজ করছেন।
West Bengal Weather Update: কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, আপাতত গরম থেকে রেহাই নেই!
বিদ্যা বালানের জুতোয় এবার পা গলাচ্ছেন দেবচন্দ্রিমা। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র ললিতার বেশে দেখা যাবে তাঁকে। গৌরবকে দেখা যাবে শেখরের চরিত্রে।