বিয়ের পর পরমের প্রথম জন্মদিন| আর তার সেলিব্রেশন হবে না তা হয় নাকি? ৪৪ বছরে পা দিলেন পরম| বিশেষ দিনে পরমের এক গুচ্ছ ছবি শেয়ার করে আদুরে পোস্ট পিয়ার | পরমের নানা মুহূর্তের এক গুচ্ছ ছবি শেয়ার করলেন পিয়া, লিখলেন , ‘শুভ জন্মদিন |’ তারপরেই পরমের কাছে পিয়ার আবদার, তাঁর এত ভাল ভাল ছবি তুলে দেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করা হোক এবং প্রশংসা করা হোক |
ছবিতে কোথাও পরম বিদেশের রাস্তায় হেঁটে যাচ্ছেন , কখনও বা ইউকেলেলে নিয়ে টুংটাং করছেন, কখনও বা পোষ্যদের আদরে মুড়ে দিচ্ছেন- এমনই নানা সময়ের ছবি ফ্রেমবন্দি করেছেন পিয়া| পিয়ার স্টোরিতেও দেখা গিয়েছে এক গোছা ফুল, পিয়া লিখেছেন ফুলই নাকি তাঁর লাভ ল্যাঙ্গুয়েজ| তবে কি সেই ফুল জন্মদিনে পরমের জন্যই?