ভারতীয় বিনোদন জগতের জন্য আরও একটি ভাল খবর। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে প্রাক-অস্কার অনুষ্ঠান হোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra at Oscar event)। তাঁর সঙ্গেই অনুষ্ঠানের কো-হোস্ট হিসাবে ছিলেন মাইন্ডি ক্যালিং, কুমেইল নাঞ্জিয়ানি, বেলা বাজারিয়া, মনীশ কে গোয়েল এবং শ্রুতি গঙ্গোপাধ্যায়।
সংশ্লিষ্ট ইভেন্টের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম (Priyanka Chopra Instagram) অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেই ছবিতেই দেখা যাচ্ছে, ইভেন্টটিতে একটি অপূর্ব কালো শাড়ি পরে অনুষ্ঠান পরিচালনা করেন তিনি।
আরও পড়ুন: বীরভূম আছে বীরভূমেই, মাড়গ্রাম থানা এলাকা থেকে উদ্ধার ২০০ তাজা বোমা
ওই পোস্টের ক্যাপশনে স্বপ্নসুন্দরী (Priyanka Chopra Instagram) লিখেছেন, "অসামান্য মুহূর্ত! এই বছর ১০ জন দক্ষিণ এশিয়ার অভিনেতা অস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁদের সঙ্গে দুর্দান্ত সময় কাটাল। আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু, সহকর্মী এবং পরিবারকে ধন্যবাদ। তাঁদের জন্য এইটা সম্ভব হল। গতকাল রাতে মনে হচ্ছিল বিনোদনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল"।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra hosted pre-oscar event) তাঁর কৃতজ্ঞতাপ্রকাশ করেন অঞ্জুলা আচার্য, মনীশ কে গোয়েল এবং তাঁর কো-হোস্টদের প্রতি। অস্কার পুরস্কারে মনোনীত হওয়া কলকাকুশলীদের অভিনন্দন জানান তিনি।
এই বছরের অস্কার পুরস্কারের অনুষ্ঠান আয়োজিত হবে ২৭ মার্চ।