বাবার জুতোয় পা গলালেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। তবে একটু অন্য ভাবে। প্রসেনজিৎ পুত্রের অভিনয়ে হাতেখড়ি হচ্ছে বড়পর্দায় নয়, বরং মঞ্চে। তার জন্যই ছেলেকে এবং গোটা নাটকের দলকেই শুভেচ্ছা জানালেন বুম্বাদা। নাটকের পোস্টারের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
নাটকের নাম 'লর্ড অফ দ্য ফাইলস'। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুলের একদল পড়ুয়া প্রথমবার মঞ্চস্থ করতে চলেছে নাটকটি, সেখানেই কলাকুশলীর অন্যতম তৃষাণজিৎ।
এর আগে বেশ কয়েকবার টলিউডের নানা ইভেন্টে তৃষাণজিৎকে দেখা গিয়েছে বাবার সঙ্গে।