Habji Habji: মোবাইল গেমে আসক্ত শৈশব নষ্ট হচ্ছে মা-বাবাদের সামনেই। সন্তানকে নিজেদের সময় দিতে না পারাটুকুর বিনিময়ে ওঁরাই কচি সবুজ মনগুলোকে বানিয়ে দিচ্ছে যন্ত্র। ধীরে ধীরে অবাধ্য হয়ে ওঠা পাবজি প্রজন্মেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বন্ধু, পড়শি, আত্মীয়, স্বজন সবার থেকেই। ভীষণ চেনা ছবি এই থিমের ওপরেই রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji)।
৩ জুন ছবির মুক্তি। তার আগে ছবি নিয়ে এডিটরজি বাংলার সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক এবং অভিনেতা।
ছবির প্রসঙ্গ নিয়ে কী বলছেন ছবির পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)? বলছেন, হাবজি গাবজি সময়ের কথা বলে। মোবাইল গেমিং এখন সারা পৃথিবীতে ক্যানসারের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। আর মোবাইল গেমের বেশিটাই ধংসাত্মক খেলা। এ ওকে মারছে, ও তাকে মারছে।
গেমিং অ্যাডিকশন (Gaming Addiction) সমস্যার একটা দিক। আসল সমস্যা আরও গভীরে, বিশ্বাস করেন হাবজি গাবজির আদি অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতা বললেন, এখন মানুষ মানুষের সঙ্গে সাধারণ স্বাভাবিক আলোচনায় আর উৎসাহী নয়। নাম জানা, পেশা জানাকে অন্যের ব্যাপারে নাক গলানো হিসেবে ধরা হয়। তাই আমরা এগুলোর বাইরে গিয়ে সারাদিন মোবাইলেই মুখ গুঁজে থাকি। সারাদিন এমন অনেক তথ্য আমরা দেখি, স্ক্রল করি, যা আমাদের আদৌ কোনও কাজে লাগবে না।