গত বছর ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারের বক্তব্য ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই উঠে আসা তাঁর। তারপর সংগঠনেও বড় দায়িত্ব পেয়েছিলেন, যুব এই তৃণমূল নেত্রী প্রায়শই নানা কারণে শিরোনামে থাকেন। এবার তাঁর একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা এবং বিতর্ক।
আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। লাগাতার আন্দোলন চলছে বাংলাতেও। এবার আরজি কর কাণ্ডের ভয়াবহতাকেই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন তৃণমূলের যুব নেতা তথা পরিচালক প্রান্তিক চক্রবর্তী। এই শর্ট ফিল্মে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পরিচালক প্রান্তিকের স্ত্রী রাজন্যা হালদার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবির পোস্টার। মহালয়ার দিন নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পাবে 'আগমনী তিলোত্তমার গল্প'। ছবির শ্যুটিং হয়েছে সোনারপুর এবং বারুইপুর এলাকায়।
এই প্রসঙ্গে ইটিভি-র একটি সাক্ষাৎকারে প্রান্তিক চক্রবর্তী বলেন, "সদ্য আমরা প্রথম দফার শুটিং শেষ করেছি। ডিজিটালি রিলিজ হবে। কিন্তু, কোন মাধ্যমে ছবিটি আসছে তা আমরা সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তবে মহালয়ার দিনই হবে রিলিজ। মেয়ে মাত্রই তো মা দুর্গার স্বরূপ। তাই যেহেতু তিলোত্তমার কথা থাকছে তাই মহালয়ার দিনটিকেই বেছে নিয়েছি ।"
ছবির পোস্টার ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, রাজন্যা পরনে লাল পাড় সাদা শাড়ি। মাথায় বিয়ের মুকুট, কপালে লাল টিপ। শাড়ির উপর চিকিৎসকদের এপ্রোন পরেছেন যুব নেত্রী, তাঁর হাতে স্টেথোস্কোপ। দূরে তাঁর সঙ্গে দাঁড়িয়ে আরও দুই খুদে, অবয়ব খানিক সত্যজিৎ রায়ের ‘অপু-দুর্গা’র মতো।
আরজি কর কাণ্ডের জেরে শহর জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই ভয়াবহতাই ফুটে উঠবে এই ছবিতে। এই ঘটনায় একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। সেই দলের সমর্থক হয়েই, এমন একটি ছবি বানানোকে খুব একটা ভাল চোখে দেখছেন না বিরোধীরাও।