বিয়ের পর পাঁচটা বছর কেরিয়ারেই সময় দিয়েছেন অভিনেতা রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। চুটিয়ে দাম্পত্য উপভোগ করতে করতেই একের পর এক ছবির জন্য সাইন করেছেন জুটিতে। কিন্তু এবার দুই থেকে তিন হতে চলেছেন দীপিকা-রণবীর, বাড়ছে দায়িত্ব। সেপ্টেম্বরেই তাঁদের ঘরে আসবে নতুন অতিথি। তার আগে, পিতৃত্বকালীন বিরতি নিলেন রণবীর সিং। এই সময়টা, প্রেয়সীর পাশে থাকতে থামিয়ে দিয়েছেন হাতের বড় বড় প্রোজেক্ট।
Tele Serial Jagadhatri : রঙের উৎসবে মৃত্যুর মুখোমুখি জগদ্ধাত্রী ! জ্যাসকে বাঁচাতে পারবে কৌশিকী ?
তবে এর জেরে বেজায় বিপাকে ‘ডন ৩’ থেকে ‘শক্তিমান’, ‘বৈজু বাওরা’র মতো ছবির নির্মাতারা। গত বেশ কিছু দিন ধরেই, কাজ গোছাচ্ছিলেন বলিউডের পদ্মাবতী। নতুন কোনও ছবি তিনি আর হাতে নিচ্ছিলেন না। সেপ্টেম্বরের পর, লম্বা বিরতিতে থাকবেন। এবার বিরতি নিলেন রণবীরও। শোনা যাচ্ছে, আগামী বছর ঝুলিতে থাকা ছবিগুলির শ্যুট শেষ করবেন হবু বাবা।