টেলিপাড়ার 'নবাব' অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ নাকি ডাক পাচ্ছেন একাধিক হিন্দি ধারাবাহিকের। এদিকে বাংলা ধারাবাহিকের দিক থেকে ক্রমেই উঠছে ভরসা। কোনওটা ৫ -৬ মাস তো কোনওটা ২ মাস, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। ইতিমধ্যেই শেষ হয়েছে 'নবাব নন্দিনী'ও। ঈদেও কলকাতা থাকছেন না রিজওয়ান। lতাহলে কি জল্পনা সত্যি করে মুম্বই পাড়ি দিচ্ছেন অভিনেতা ?
কলকাতা ছাড়ছেন রিজওয়ানরিজওয়ান এই প্রসঙ্গে জানান, এর আগেও একাধিক ডাক পেয়েছেন তিনি। সিনেমার অফার ও এসেছে, কিন্তু রিমেক বলে না করেছেন তিনি। আর মুম্বইয়ে ধারাবাহিক করা মানে চাকরির মতো। ওখানে থেকেই চালিয়ে যেতে হবে শ্যুটিং। তাই এখনও কিছু চূড়ান্ত করেননি বলেই জানিয়েছেন নবাব।