প্রথমে শোনা গিয়েছিল মৌনী রায়ের নাম, তারপর এল পুজা বন্দ্যোপাধায়ের নাম। এখন শোনা যাচ্ছে টলিপাড়ার নতুন সত্যবতী হচ্ছেন রুক্মিণী মৈত্র। বিরসা দাসগুপ্তের 'দুর্গ রহস্য'তে সত্যবতীর ভূমিকায় দেখা যেতে পারে দেবের রিয়াল লাইফ প্রেমিকাকেই।
তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মাস কয়েক আগেই দেব প্রথম নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, বিরসা দাসগুপ্তের পরিচালনায় এবার তিনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করবেন।
প্রসঙ্গত, শরদিন্দুর- ওই একই উপন্যাস নিয়ে ছবি বানাচ্ছেন সৃজিতও। তাতে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।