সত্যজিতের অমোঘ সৃষ্টি ‘ফেলুদা’, ফের পর্দায় আসছে তাঁরই ছেলের হাত ধরে। সন্দীপ রায়ের পরিচালনায় ‘নয়ন রহস্য’-এর সমাধান করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসের ভূমিকায় আয়ুষ দাস, এবং জটায়ু অভিজিৎ গুহ।
এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। গ্রাফিক্সে ফেলুদা, তোপসে, জটায়ুর প্রতিকৃতি ভেসে উঠতে দেখা যায়। ভোট যুদ্ধের উত্তাপ বেশ চড়া। তার মধ্যেই টলিউডের হাওয়া গরম করতে ১০ মে মাসে রিলিজ করছে ফেলুদা।
Loksabha Election Adhir ranjan Choudhury: অধীরের প্রচার ঘিরে উত্তপ্ত বহরমপুর, চলল 'গো-ব্যাক' স্লোগান
এর আগে ২০২২ সালে সন্দীপ রায় তৈরি করেছিলেন ‘হত্যাপুরী’। সেই ছবিতেই নতুন ফেলুদা হিসাবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল।