মাস কয়েক আগেই বিয়ে করেছেন, হানিমুন সেরেই ফের ব্যস্ততা টলি অভিনেত্রী সন্দীপ্তা সেনের। কেরিয়ারের দ্বিতীয় ছবির শুটিং শুরু করে শেষও করে ফেললেন ঝটপট।
অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় পরিচালিত ছবি 'আপিস' এ অভিনয় করলেন সন্দীপ্তা। ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দরা। বাণী বসুর গল্প নিয়ে ছবি।
Noida Death: ইউটিউবারের পার্টিতে মদ্যপ অবস্থায় হুল্লোড়, মাথায় ঘুষির চোটে মৃত্যু যুবকের
টেলিভিশনের ধারাবাহিক থেকে পরপর ওটিটি সিরিজের পর এবার বড় পর্দাতেও রীতিমতো হাত পাকিয়ে ফেললেন সন্দীপ্তা সেন।
'আপিস'এ অভিনয়ের স্মৃতি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।