প্রতিযোগী থেকে এবার সোজা সঞ্চালকের ভূমিকায় বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)। MTV Roadies এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। তিনি হবেন ‘কাণ্ড কুমার’। MTV Roadies- এর সোশ্যাল মিডিয়ায় সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে। ইউটিউবার জানান, চ্যানেলের তরফেই তাঁকে যোগাযোগ করা হয়েছিল। এক্ষেত্রেও তাঁকে মজার মজার নানান কন্টেন্ট বানাতে হবে।
Tele Serial: একসঙ্গে ছোটপর্দায় মানালি,স্নেহা, বাসবদত্তা! তিন অভিনেত্রীর নায়ক কারা জানেন?
স্যান্ডির গলায় আত্মবিশ্বাস। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘’জাতীয়স্তরের একটা মঞ্চে এমন একটা সুযোগ, নিঃসন্দেহে আমার জন্য গর্বের।” ইতিমধ্যেই MTV Roadies-এর বেশ কিছু ঝলক শেয়ার করছেন ‘কাণ্ড কুমার’। রিয়া চক্রবর্তীকে দেখা হবে এই সিজনে বিচারকের আসনে। রোডিজের নতুন ইউটিউব চ্যানেলের নাম ‘ফুললি ফালতু’।