আসলে শাহরুখ নন, কিন্তু বিশেষ বিশেষ দিনে তিনি প্রায় শাহরুখের কাছাকাছিই। অন্তত কিং খানের ভক্তকূলের কাছে তো বটেই। এই যেমন ডানকি মুক্তির সকালটায়। আসল শাহরুখকে আর কাছে পায় ক'জন। কিন্তু না পেলে বাদশার বছরের তৃতীয় রিলিজের আগে উদযাপন বন্ধ থাকবে নাকি? তাই 'নকল'ই সই।
মুম্বইয়ের গেটি গ্যালাক্সি হলের বাইরে ভক্তদের সঙ্গে কেক কাটলেন 'নকল' শাহরুখ, মানে তাঁর লুক অ্যালাইক। কেক কাটলেন, ভক্তদের সঙ্গে উদযাপনে শামিল হলেন, সব মিলিয়ে হইহই কাণ্ড টিনসেল টাউনে।