নিজে উঠেছিলেন গানের রিয়ালিটি শো থেকে। সেই মোনালী ঠাকুর নিজেই এখন রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে। সম্প্রতি তারই সেটে মোনালীকে নিয়ে ঘোর বিতর্ক। শোয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরই রীতিমতো ট্রোল্ড হতে হল মোনালীকে।
জি বাংলা সারেগামাপা-এর বিচারকের আসনে অন্য অনেকের সঙ্গেই ছিলেন মোনালী। শোয়ের কিছু ছবি পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। সেখানে তাঁর চেহারায় বাহ্যতই কিছু বদল চোখে পড়ে, যা নিয়ে রীতিমতো ট্রোল্ড হতে হল মোনালীকে। কেউ বলছেন, তিনি যদি প্লাস্টিক সার্জারি করে থাকেন, তা মোটেও সফল হয়নি। কারোর বক্তব্য, এটা যেন মেকআপ হয়, যেন শুনতে না হয় মোনালী প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ্স্বাভাবিক যে সৌন্দর্য ছিল, তার বারোটা বাজিয়েছেন গায়িকা, এমন কমেন্টে ভরে গিয়েছে তার কমেন্ট বক্স।