ছবি মুক্তির দিন ধার্য হয়েছিল ১০ ফেব্রুয়ারি, আগের দিন বিকেল পর্যন্ত সোহম-সায়নীর ছবিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। শেষ মুহূর্তে ছাড়পত্র মিলেছে, তবে 'অ্যাডল্ট' তকমা সমেত। এর পেছনে রাজনীতিই দেখছেন ছবির অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তী।
ছবির নাম 'এলএসডি', লাল স্যুটকেসটা দেখেছেন? শেষ মুহূর্তেও সেন্সর বোর্ডের শংসাপত্র না মেলায় একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন প্রযোজক। যদিও সেই বৈঠকের ঠিক আগেই এসে পৌঁছয় সেন্সর বোর্ডের চার্টিফিকেট, 'এ' তকমা সহ।
Monali Thakur: ছবি আপলোড করতেই ট্রোল্ড! প্লাস্টিক সার্জারি না বাজে মেকআপ, প্রশ্ন নেটিজেনদের
একেবারে শেষ মুহূর্তে ছাড়পত্র পাওয়ায় নন্দন, স্টার থিয়েটারের মতো প্রেক্ষাগৃহে আসেনি "এলএসডি", সেই নিয়ে রীতিমতো হতাশ সোহম।
প্রসঙ্গত, সিনেমার সেন্সরশিপের সার্টিফিকেট আসে কেন্দ্রের থেকে। সোহম নিজে আবার চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। রাজনৈতিক মতের পার্থক্যের কারণেই তাঁর ছবির ক্ষেত্রে এমনটা করা হচ্ছে বলে ধারনা সোহমের। ছবিতে সোহমের সহ অভিনেত্রীও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।