ছেলের বয়স মেরে কেটে ১০! বছর নয়, মাস। সোনম কাপুর-আনন্দ আহুজার পুত্র। একরত্তি বায়ুকে নিয়ে লন্ডনের লর্ডসের ক্রিকেট মাঠে ঘুরে এলেন অভিনেত্রী সোনম কপূর এবং তাঁর স্বামী আনন্দ অহুজা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সোনম।
লর্ডসের মাঠের মধ্যে টলমল পায়ে হাঁটার চেষ্টা করছে বায়ু, তাকে পিছন থেকে ধরে রেখেছেন বাবা আনন্দ।দ্বিতীয় ছবিতে বায়ুর সঙ্গে রয়েছে বাবা-মা দুজনেই। রয়েছেন সোনমও। ছবির নীচে মজার ক্যাপশনও দিয়েছেন সোনম, বায়ু যেন বলছে, এখনই কোচের দায়িত্ব সামলানোর জন্য তৈরি সে।
সে সব ছবি দেখেই নেটপাড়ায় জোর গুঞ্জন, ২২ গজেই কি ছেলের কেরিয়ার তৈরির কথা ভাবছেন সোনম।