বরাবর ফিটনেস ফ্রিক সোনম কাপুর। অন্তঃসত্ত্বা থাকাকালীনও নিয়মিত শরীরচর্চা করেছেন, জিমে গেছেন। সন্তানের জন্ম দিয়েছেন মাত্র ৬০ দিন হল, এরই মধ্যে ফের ফিরলেন জিমে। ওয়র্ক আউটের ভিদিও পোস্ট করলেন নিজের ইন্সটায়।
মা হওয়ার পর জিমে গিয়ে প্রথম দিন যথেষ্ট বেগ পেতে হল সোনমকে। শেয়ার করলেন নতুন জীবনের রুটিনও। সোনমের কথায়, খুদেকে দেখা, ওকে খাওয়ানো, নিজে খাওয়া, আবার ওকে খাওয়ানো, ঘুমোনো, এটাই তাঁর এখনকার রুটিন। পুরনো মেদহীন ছিপছিপে চেহারায় ফিরতে অনেক পরিশ্রম করতে হবে, তার জন্য প্রস্তুত সোনম।
অন্তঃসত্ত্বাকালে সোনমকে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো কফি উইথ করণ-এ।