প্রায় পাঁচ বছরের বিরতির পর 'পাঠান', জওয়ান', একের পর এক হিট দিয়ে কামব্যাক, বছর শেষে মুক্তি পাচ্ছে কিং খানের ডানকি। শাহরুখ খান অভিনীত ছবির অভিনব প্রচার দুবাইয়ে। চোখ ধাঁধানো ড্রোন শোয়ে রাতের স্বপ্ন নগরীতে ফুটে উঠল বলিউড বাদশাহের সিগনেচার পোজ।
মুক্তির আগেই শুধুমাত্র অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ১.২৪ কোটি টাকা আয় করে ফেলেছে শাহরুখের ডাঙ্কি। তবে তারপরও ছবির প্রচারে কোনও কসরত ছাড়ছেন না 'কিং খান' শাহরুখ।
২১ ডিসেম্বর হলে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের ছবি ডানকি।