বিচ্ছেদের গুঞ্জনে ইতি টেনে সাহেব পাড়ায় ইদ উদযাপন করলেন সৃজিত মিথিলা। সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছিল ঘর ভাঙতে চলেছে পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশি অভিনেত্রী মিথিলার।
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় হয়েছিল দুই বাংলা। অবশেষে, বিচ্ছেদ গুঞ্জনে জল ঢাললেন দম্পতি। পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় বসে ইদ উদযাপন করলেন তাঁরা। ভেসে গেলেন সিজলারের ধুয়োয়।
ইদের সন্ধ্যায় শহরের এক রেস্তরাঁয় স্ত্রী, কন্যা-সহ পুরো পরিবারকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন পরিচালক। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৃজিত। যে পোস্টে ধরা পড়েছে সৃজিত-মিথিলা দুজনের পোশাকের রং মিলান্তিও।
আরও পড়ুন - এই প্রথম উল্টোরথে জগন্নাথ দর্শন, এই আধ্যাত্মিক সফর নিয়ে আর কী লিখলেন স্বস্তিকা?
পরিচালক ক্যাপশনে লিখেছেন, ইদের ডিনার মোকাম্বোতে। যা দেখে বেজায় খুশ অনুরাগীরা। কমেন্টে ভরিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেও।