ব্যাপারখানা কী! সৃজিত মুখোপাধ্যায় কি খুব টেনশনে আছেন? নাকি সাফল্য নিয়ে তুমুল আত্মবিশ্বাসী? নিজের দু'খানা ছবি একসঙ্গে মুক্তির দিনে তিনি কলকাতার বাইরে!
মহাপঞ্চমীতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের জোড়া ছবি। বড় পর্দায় দশম অবতার, ওটিটি প্ল্যাটফর্মে দুর্গ রহস্য। কিন্তু সৃজিত নিজে এখন কোথায়? তাঁর দু দুখানা ছবি মুক্তির দিনে তিনি তো শহরেই নেই৷ এমনকি দেশেও নেই পরিচালক। তিনি রয়েছেন ঢাকায়। সপরিবারে টিভিতে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ভারত বনাম বাংলাদেশের ব্লকব্লাস্টার ম্যাচ! মাঠে ভারতের দাপট দেখে সৃজিত সোস্যাল মিডিয়ায় লিখেছেন, ম্যাচটা যথাসম্ভব প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার চেষ্টা করছেন তিনি
Durga Puja Release: পুজোয় এই প্রথম জোড়া সৃজিত, জোড়া অনির্বাণ! SVF-এর সোনায় সোহাগা
সৃজিত এসভিএফের ব্লু আইড বয়। যাতে হাত দেন, তাতেই সোনা ফলে। টলিউডের ফার্স্ট বয় বলে কথা! কিন্তু তা বলে ছবি মুক্তির দিন শহরে থাকবেন না পরিচালক! নাকি টেনশনেই শহরছাড়া তিনি?
অবশ্য পরিসংখ্যান বলছে সৃজিতের টেনশনের কারণ নেই। মহেন্দ্র সোনি নিজে টুইট করে জানিয়েছেন, দশম অবতারের তিরিশ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। তাও পরীক্ষার দিনে ফার্স্ট বয়েরও বুক ধুকপুক না করলে কি চলে!