বুধবার মাঝরাতে আমাজন প্রাইমে মুক্তি পেল যশরাজ ফিল্মসের 'পাঠান' (Pathaan on Amazon Prime)। এর আগে গত ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাওয়ার পর সর্বকালের সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি হিসেবে ইতিমধ্যে বক্স অফিসে হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবু, আমাজন প্রাইমে 'পাঠান' (Pathaan on Amazon Prime)দেখা নিয়ে উৎসাহের শেষ ছিল না কোটি-কোটি কিং খান (Shah Rukh Khan) ভক্তের মধ্যে। তার একটি বড় কারণ, ওটিটি-তে এমন চারটি দৃশ্য রাখা হয়েছে যা বড় পর্দায় দেখানো হয়নি। আমাজন প্রাইম বিজ্ঞাপনও করেছে সেইভাবেই। 'পাঠান'-এর এক্সটেন্ডেড ভার্শন (Pathaan's extended version)। শাহরুখের দুটি দৃশ্য এবং ডিম্পল কাপাডিয়ার একটি ও দীপিকা পাড়ুকোনের একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছিল বড় পর্দায় 'পাঠান' দেখানোর সময়।
কেন দৃশ্যগুলি বাদ দেওয়া হয়েছিল, তা নিয়ে রীতিমতো বিস্মিত শাহরুখ-ভক্তরা।
আরও পড়ুন: ভারতে সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে 'পাঠান'
ছবির ১ ঘণ্টা ১০ মিনিটের সময় রয়েছে ডিম্পল কাপাডিয়ার ফ্লাইটে আলোচনার দৃশ্য। ঠিক তার ৬ সেকেন্ড পরে রয়েছে রাশিয়ানদের কাছে শাহরুখের অত্যাচারিত হওয়ার দৃশ্য, যেখানে পাঠানের নখ উপড়ে নেওয়া হচ্ছে। ১ ঘণ্টা ৩০ মিনিটের সময় দেখানো হয় পাঠানের তৈরি করা টিমের সতীর্থদের নিয়ে ভিলেন জিম-কে পাকড়ানোর পরিকল্পনার দৃশ্য। ১ ঘণ্টা ৪২ মিনিট ১৬ সেকেন্ডে রয়েছে দীপিকা পাড়ুকোনকে জেরা করার দৃশ্য।