৮ মার্চ নারী দিবসে আসছে ইন্দুবালা। হইচইতে আসছে 'ইন্দুবালার ভাতের হোটেল'। ট্রেলারে শুভশ্রীর প্রস্থেটিক মেকআপ থেকে বৃদ্ধার গলায় কথা বলা, ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকদের।
পরিণীতা, হাবজি গাবজি, বৌদি ক্যান্টিন, একের পর এক ছবি আলোচনার কেন্দ্রে। বলাই যায় কেরিয়ারের পিকে রয়েছেন। এমন সময় ওটিটি-তে ডেব্যু! ভাল কথা!, তাই বলে গ্ল্যামাররের ছিটেফোঁটাও নেই, এমন এক চরিত্রে? সেই সাহস করলেন শুভশ্রী।
দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattacharya) পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল', কল্লোল লাহিড়ীর ওই একই নামের উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে।
দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। শুভশ্রীর ডিগ্ল্যামারাইসড লুক নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়।