গত বছর নভেম্বরেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রাজ-শুভশ্রী । ইউভান এখন বিগ ব্রাদার । ছেলে-মেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তারকা জুটি । কিন্তু, এদিকে ইয়ালিনি-কে দেখার জন্য অনুরাগীরা প্রায় দেড় মাস ধরে অপেক্ষায় । জন্মের পর থেকে মেয়েকে একেবারেই সামনে আনেননি তাঁরা । তবে, এবার একরত্তির সামান্য ঝলক পেলেন অনুরাগীরা ।
শুভশ্রী একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, রাজের কোলে ইয়ালিনি । যদিও, বাবা-মেয়ের কারও মুখই দেখা যাচ্ছে না । দেখা গিলে, ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রাজ । আর কোলে ইয়ালিনি, শুধু, একরত্তির পা দু'টো দেখা যাচ্ছে । আর বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন মা শুভশ্রী ।