এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। 'যমুনা ঢাকি' ধারাবাহিকে অভিনয় করতে করতে রিল রিয়েল লাইফ মিলেমিশে হয়েছে একাকার। কখন যে দু'জন দুজনের প্রেমে পড়ে গিয়েছেন বুঝেই উঠতে পারেননি। এই মুহুর্তে শ্বেতা অভিনয় করছেন 'সোহাগ জল' ধারাবাহিকে, এবং রুবেল অভিনয় করছেন 'নিম ফুলের মধু' ধারাবাহিকে। দুই ধারাবাহিকই একসঙ্গে শুরু হয়েছে। কিন্তু TRP এর দৌড়ে পিছিয়ে পড়েছে শ্বেতার ধারাবাহিক। গুঞ্জন শীঘ্রই বন্ধ হতে চলেছে সোহাগ জল।
এমতাবস্থায়, একটু সময় মিলতেই প্রেমিক রুবেল এবং মায়ের সঙ্গে ছুটির মেজাজে অভিনেত্রী। এদিন রুবেল এবং শ্বেতা একেবারে অন্য মেজাজে শেয়ার করলেন ছবি। তবে দর্শকদের প্রশ্ন, 'ধারাবাহিক বন্ধ হতে চলেছে, পার্টি করতে ইচ্ছে করছে?'