অনন্ত-রাধিকার বিয়েই ছিল চলতি মাসের মেগা ইভেন্ট, সর্বত্র সেই নিয়েই চর্চা। বিগ ফ্যাট ওয়েডিং-এর জাঁকজমক, বিলাস, আতিথেয়তা, দেশি বিদেশি তারকা অতিথিদের নিয়ে আলোচনা হয়ে গেছে, তারপরেও আম্বানিদের বিয়ে নিয়ে রোজ কিছু না কিছু নতুন তথ্য সামনে আসছে। যেমন, এবার জানা গেল, তৈমুর আর জেহর ন্যানিই অনন্তের শৈশবে তাঁর দেখভাল করতেন। অনন্তের বিয়েতে আমন্ত্রিত ছিলেন সেই ন্যানিও।
বলিউডে স্টারকিডদের ওপর যেমন প্রচারের আলো থাকে, আলোচনায় থাকেন স্টার কিডদের ন্যানিরাও। গত ৫ বছর ধরে রীতিমতো সেলেব তকমা জুটেছে সইফ-করিণার দুই পুত্র তৈমুর-জেহর ন্যানির। পাপারাৎজিদের থেকে দুই ভাইকেই দূরে রাখতে প্রায়শই বেশ কড়া হয়ে উঠতেন ললিতা ডিসিলভা।
অনন্ত-রাধিকার বিয়েতে, তাঁকে আমন্ত্রন জানাতে ভোলেনি আম্বানি পরিবার। অনন্ত-রাধিকা-মুকেশ-নীতা সকলের সঙ্গেই সময় কাটিয়েছেন ললিতা। উদযাপনের দিনের একাধিক রঙিন মুহুর্ত ললিতা নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন।
অনন্তের বিয়ের দিন ললিতা হেঁটেছিলেন স্মৃতির স্মরণি দিয়ে। অনন্ত তখন ছোট, প্যারিসের ডিসনিল্যান্ডে ঘুরতে গেছিলেন, অনন্তের হাত ধরে রেখেছিলেন ললিতা, সেই ছবি পোস্ট করে সুখস্মৃতি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।