২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারের ঝাঁঝালো বক্তব্য নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। তারপর সংগঠনেও বড় দায়িত্ব পেয়েছেন তিনি৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বাম-অতিবাম সংগঠনের দুর্গে টিএমসিপি-র নেতৃত্বভার তুলে দেওয়া হয় রাজন্যার কাঁধে। তৃণমূল ছাত্র পরিষদের এই ফায়ারব্র্যান্ড নেত্রী এবার রুপোলী পর্দায়! স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
প্রান্তিক চক্রবর্তী পরিচালিত '১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস' ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে৷ এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের ভূমিকায় অভিনয় করেছেন রাজন্যা৷ যদিও ছবিটি পুতলির বায়োপিক নয়, কিন্তু ছবির অনেকখানি জুড়ে রয়েছেন তিনি।
Ram Temple-Arun Yogiraj: বাছাই পর্ব শেষ, রাম মন্দিরে বসছে কোন শিল্পীর তৈরি ভাস্কর্য?
রাজন্যা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মণিকুমার ভুজেলের মতো অভিনেতারা। কলকাতার নন্দন, নজরুলতীর্থ, আইনক্স তো বটেই, তাছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, শিলিগুড়ির মতো উত্তরবঙ্গের একাধিক জেলায় মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, পরিচালক প্রান্তিকের সঙ্গে সম্প্রতি বাগদান পর্ব সেরেছেন রাজন্যা।
টিএমসিপি নেত্রী জানিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের মানুষের অবদানের কথা এই ছবিতে তুলে ধরা হয়েছে। অভিনয়ের জন্য তিনি কোনও পারিশ্রমিক নেননি। তবে প্রান্তিক যদি ছবি মুক্তির পর তাঁকে কিছু টাকাপয়সা দেন, তাহলে তিনি খুবই খুশি হবেন।