আজ ১১ অগাস্ট। সারাদিনই প্রায় বক্স অফিসে চলবে ধামাকা। তিনটি ব্লকব্লাস্টার বহুপ্রতীক্ষিত কাজ মুক্তি পেতে চলেছে আজ। যেই ছবির দিকে সকলে তাকিয়ে তা হল টলিউডে আসছে বিরসা দাসগুপ্তের পরিচালনায় দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য', আবার এই একই দিনে বাংলার ওটিটি-তে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ , ‘আবার প্রলয়’ ছবিতে সেই পুরনো চেনা চরিত্রে পুলিশ অফিসার অনিমেষ দত্তের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়।
২২ বছর বাদে আবার বড়পর্দায় আসছে সানি দেওল (Sunny Deol) অভিনীত চরিত্র 'তারা সিং'। 'গদর-২' এর (Gadar 2) মাধ্যমে। যা নিয়ে উৎসাহ ক্রমে বাড়ছে দেশের সিনেপ্রেমীদের মধ্যে। ২০০১ সালে রিলিজ করেছিল 'গদর: এক প্রেম কথা'। বলিউডের (Bollywood) সেই অত্যন্ত জনপ্রিয় ছবির সিকোয়েল বড় পর্দায় এবার আসছে আজ।
ওই একইদিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত 'ওএমজি ২'। কিন্তু, 'গদর ২'-এর টিকিটের চাহিদা আকাশছোঁয়া। বিশেষ করে সিঙ্গল স্ক্রিনে।