ব্যোমকেশ ও দুর্গরহস্য। শুক্রবার মুক্তি পেয়েছে দেবের এই ছবি। গত কয়েকদিন ধরে এই ছবি নিয়ে অনেক টেনশনে ছিলেন। তাই ছবি শুভকামনা চেয়ে এদিন সকালে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। শ্রাবণ মাস চলছে। তাই শিবের মাথায় জলও ঢালেন তিনি। আর তারকা সাংসদকে একবার দেখতে পেয়েই ভিড় বাড়ে মন্দির চত্বরে।
কিন্তু নিয়ম ভাঙার অভিযোগ উঠছে দেবের বিরুদ্ধে। দক্ষিণেশ্বরে কোনও ভক্তকেই মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু তারকার বিরুদ্ধে অভিযোগ মোবাইল নিয়ে গর্ভগৃহের ভিতরে ঢোকার। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের তোপের মুখে অভিনেতা। অনেকের অভিযোগ, দেবের জন্য মন্দিরের নিয়ম কেন ভাঙা হল। আবার অনেকে সাংসদের বিরুদ্ধে প্রভাবের অভিযোগ করেছেন।
কিন্তু কেমন হল দেবের নতুন ছবি। বক্স অফিসের প্রাথমিক কালেকশনে দাবি করা হয়েছে, বাকিদের টেক্কা দিয়েছে দেবের ব্যোমকেশ। তবে, লম্বা রেশে কতটা টানবে তা নিয়ে একটা প্রশ্ন থাকছে।