বক্স অফিসে 'অপরাজিত'-এর (Aparajito) সাফল্য এখনও অব্যহত। অনীক দত্তের (Anik Dutta) এই ছবির একাধিক শো হাউজফুলও চলছে। এবার 'অপরাজিত' ছবির প্রশংসায় CID-এর DIG কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukherjee)। কফির সাহায্যে মুখ্য অভিনেতা 'জিতু কমল'-এর ছবি আঁকলেন তিনি। সোশাল মিডিয়াতে শেয়ারও করলেন তা।
গত ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। 'পথের পাঁচালী' ছবির নেপথ্য গল্প নিয়ে এই ছবির প্লট। সিআইডির DIG কল্যাণ মুখোপাধ্যায় জিতু কমলের ছবি শেয়ার করে সবাইকে ছবিটি দেখার পরামর্শ দেন। এরপরই তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জিতু নিজেও। ক্যাপশনে তাঁকে ধন্যবাদও জানান তিনি।
আরও পড়ুন: সৌমিত্রকে ছাড়া আরও একটি সিনেমা মুক্তির পথে, জুনেই আসছে 'তৃতীয় পুরুষ'
এখনও পর্যন্ত নন্দনে শো না পেলেও গোটা রাজ্যের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে 'অপরাজিত'। IMDB রেটিংয়ে ট্রেন্ডিংয়েও এসে গিয়েছে এই ছবিটি।