আজ ৩৫ বছরে পা দিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ইতিমধ্যেই নায়িকার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইছে। সেলিব্রেশনের পাশাপাশি এই বিশেষ দিনে রাজনৈতিক জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা প্রকাশ করলেন নায়িকা। জানিয়ে দিলেন, তিনি নিজের কেরিয়ার নিয়ে গর্বিত।
নায়িকার কথায়, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কখনও রাজনীতি করার কথা ভাবেননি তিনি। তাঁর কপালের 'বাধা' রয়েছে। কোনও কাজই একেবারে হয় না আর রাজনীতির ময়দানে নেমেই তিনি বিধায়ক হতে পারেননি। ফলে ভাল করে রাজনীতিটা শিখতে পেরেছেন। প্রতিনিয়ত পরিশ্রম করছেন।
আরও পড়ুন - দক্ষিণেশ্বরের গর্ভগৃহে দেব, সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের তোপ
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সায়ন্তিকা জানিয়েছেন, যে দিন বাঁকুড়ায় মাত্র ৭৩৫ ভোটে হেরে গিয়েছিলেন সেটা তাঁর জীবনের অন্যতম দুঃখের একটা দিন। কিন্তু তিনি বাঁকুড়ায় জিততে পারেননি বলেই হয়ত সড়গড় হয়েছেন সাংগঠনিক রাজনীতিতে। ব্যর্থতা থেকে শিখেছেন। তিনি গর্বিত তাঁর কেরিয়ার নিয়ে।