স্বাধীনতা দিবসে (Independence Day) প্রকাশ্যে এল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) আগামী সিনেমা 'রক্তবীজ'-এর নতুন পোস্টার । বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণকে কেন্দ্র করে সিনেমা তৈরি করেছেন নন্দিতা-শিবপ্রসাদ । চলতি বছর মুক্তি পাবে সিনেমা । মোশন পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিল । এবার সামনে এল নতুন পোস্টার (Raktabeej Poster Revealed )।
নতুন পোস্টারে ধরা দিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । রয়েছে মা দুর্গার ছবি আর জাতীয় পতাকা । সব মিলিয়ে পোস্টারে রয়েছে দেশপ্রেমের আবেগ । আর রয়েছে মুখোশধারী মানুষ । তাঁরা কারা ? সিনেমা মুক্তির পরই তা জানা যাবে ।
আরও পড়ুন, Fighter : বায়ুসেনার পোশাকে রানওয়ের উপর দাঁড়িয়ে দীপিকা, হৃতিক, তারপর ?
মিমি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "চলেছে একদল বীর / পায়ে পায়ে ষড়যন্ত্রের তাস / নদীর এপারে যা বিপ্লব ওপারে সন্ত্রাস।" এই সিনেমার মধ্যে দিয়ে বহু দিন পর বড়পর্দায় ফিরছেন ভিক্টর । মিমি, আবির ছাড়াও সিনেমায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমারদের । ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমা ।
২০১৪ সালে ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের। তদন্তে জানা গিয়েছিল, এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। শিবপ্রসাদ জানিয়েছিলেন, ওইদিন কী ঘটেছিল, সেটা সবাই জানে । কিন্তু, কেন ঘটেছিল সেটা নিয়ে অনেক থিয়োরির মধ্যে একটি থিয়োরি নিয়ে তাঁদের সিনেমা 'রক্তবীজ' ।
এই প্রথম নন্দিতা-শিবপ্রসাদ জুটির কোনও ছবি পুজোয় মুক্তি পাচ্ছে । কেন এমন সিদ্ধান্ত? শিবপ্রসাদ বলেন, “পুজোর সময়কালেই ‘রক্তবীজ’ ছবির গল্প সাজানো। তাই আমি আর নন্দিতাদি ঠিক করি দুর্গাপুজোতেই এ ছবি মুক্তি পাবে। "