বড়দিনে মুক্তি পেয়েছে দুটো বাংলা ছবি। একটি মিঠুন চক্রবর্তী অভিনীত 'কাবুলিওয়ালা' আর অন্য ছবিটি হল দেবের 'প্রধান'। দুইয়ের লড়াইয়ে (Pradhan Vs Kabuliwala) দর্শকের পছন্দ কোনটি? কে এগিয়ে রইল জানেন?
টলি বাংলা বক্স অফিসের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় টিকিট কাটার ভিত্তিতে বেশ খানিকটা এগিয়ে রয়েছে দেব অভিনীত 'প্রধান'।
আরও পড়ুন - ডাঙ্কির সঙ্গে জোর টক্কর সালারের, একদিনেই বাদশাকে ছাপিয়ে গেলেন প্রভাস?
সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে দেব অভিনীত 'প্রধান'-এর। আর সেখানে কাবুলিওয়ালার টিকিট বিক্রি হয়েছে ৬.১৯ হাজার। এই সম্পূর্ণ তথ্যই বুক মাই শো-এর টিকিট বিক্রির উপর নির্ভর করে সামনে নিয়ে আসা হয়েছে।