প্রথমে একসঙ্গে দারুণ হিট ছবি, তারপর প্রেম, বিয়ে। সন্তান জন্মানোর বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদ। ছয় বছর পর আবার এক ছাদের তলায় থাকছেন টলিপাড়ার তারকা দম্পতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। এইবারটা শুরু থেকেই আরও বেঁধে বেঁধে থাকছেন জুটিতে। লাইট, ক্যামেরা অফ হলেই সাধারণ মানুষের মতো বাঁচেন তাঁরা। এই যেমন দুর্গাপুজোয় একেবারে পায়ে হেঁটে ছেলে সহজকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন রাহুল , প্রিয়াঙ্কা। ৯ ডিসেম্বর, সহজের জন্মদিনেও একসঙ্গে কাটালেন রাহুল প্রিয়াঙ্কা।
Parambrata-Piya: 'হাওয়া বদল' সেরে তিলোত্তমায় পরম পিয়া, এসেই কাজে ফিরেছেন অভিনেতা, গিন্নির মুড কেমন?
স্কুলে সহজেই বন্ধুদের ছোট ছোট উপহার দেওয়া থেকে, সন্ধে বেলা ছোট্ট পার্টির আয়োজন, কেক কাটা খাওয়াদাওয়ার ব্যবস্থা এসবই করেছেন প্রিয়াঙ্কা দায়িত্ব নিয়ে। এরপর একটু ব্যস্ততা কাটতেই সহজ , প্রিয়াঙ্কা রাহুল নিজেদের মতো একটু সময়ও কাটিয়ে নিয়েছেন।