টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। ‘ভালবাসা ডট কম’ থেকে যাত্রা শুরু হওয়ার পর বাস্তবেও তারা গাঁটছড়া বেঁধেছিলেন। সোশ্যাল মিডিয়া খুললেই তাঁদের আদুরে নানা ছবি, ভিডিয়ো দেখতে পাওয়া যায়। কিন্তু হঠাতই শোনা গেল জিতু নবনীতার পর এবার ঘর ভাঙতে চলেছে রাজা মধুবনীর। সম্প্রতি একটি পোস্টে রাজা লেখেন , “১১ বছরের সম্পর্কে ইতি।” এরপরেই জোর গুঞ্জন টলিপাড়ায়। তবে কি তাঁদের সম্পর্কও ভাঙতে বসেছে ?
Vikram Chatterjee-Oindrila Sen: ফের জুটি বাঁধছেন ঐন্দ্রিলা-বিক্রম! কবে কোথায় দেখা যাবে তাঁদের ?
আসলে সেসব কিছু না। এগারো বছর আগে একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেই বাহনে চড়ে ঘোরার অসংখ্য স্মৃতিও রয়েছে তাঁদের। এবার সেই গাড়িকে বিদায় জানিয়ে নতুন গাড়ি কিনছেন জুটি। আর তাইই এই পোস্ট।