গত বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি, লোকসভা ভোটে দলের তরফে টিকিট না পেয়ে অভিনেত্রীর গলায় ঝরে পড়েছিল অভিমান । এই আবহেই সায়ন্তিকার বিয়ে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয় টলি অন্দরে । বাংলাদেশের নায়ক জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার ঘনিষ্ঠতার খবর দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় । এরই মধ্যে সায়ন্তিকার একটি সাক্ষাৎকার প্রকাশ্য়ে আসতেই, তাঁর বিয়ে নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে । তবে, সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন সায়ন্তিকা । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর বার্তা, কোনও রকম ভুয়ো খবর যেন ছড়ানো না হয় ।
সায়ন্তিকা তাঁর ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন । সেখানে অভিনেত্রী লিখেছেন, সমস্ত ফ্যান ও মিডিয়া বন্ধুদের অনুরোধ, তাঁর বিয়ে নিয়ে যেন কোনও ভুয়ো খবর না ছড়ানো হয় । এই খবরে কোনও সত্যতা নেই । তাঁর জীবনে এমন কোনও মুহূর্ত আসলে তিনি নিজেই খুশি হয়ে জানাবেন । সোশ্যাল মিডিয়ায় আলোচনা করার আরও নানারকম গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে । তাই এধরনের ভুয়ো খবর যেন না ছড়ানো হয় ।
সম্প্রতি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান প্রসঙ্গে বলেন, ‘আমি কারুর নামে মিথ্যে অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভাল একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। আমাকে সম্মান দিয়েছেন। আমি তো সবসময় মিডিয়া বন্ধুদের বলি আমার জন্য পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘন্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব? ’