জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ শুরু হয়েছিল যৌথ পরিবারের গল্প নিয়ে। বাড়ির সদস্যদের নানা সময়ের কাণ্ড কারখানা বেশ মনে ধরেছিল দর্শকদের। কিন্তু এবার সেই যৌথতাই ভেঙে খান খান হতে চলেছে। দত্ত বাড়ির উঠোনে বেড়া দিয়ে আধাআধি ভাগ চেয়ে বসেন বাড়ির বড়ছেলে অখিলেশ। এর আগে হাঁড়িও আলাদা হয়েছে বাড়ির, এবার ভাগ হল উঠোন। এই দৃশ্য দেখে বাড়ির অভিভাবক ঠাম্মির মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়।
Shakib Khan : 'ভাবমূর্তি' নষ্ট করার চেষ্টা, পাল্টা প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা শাকিবের
এই বাড়ি ভাগের বিরুদ্ধে আওয়াজ তোলে পর্ণা ,তখন তাকেও কঠিন ভাষায় আক্রমণ করেন জেঠু। ঠাম্মা , এবং বাড়ির ছোট ছেলের খাওয়া-দাওয়ার বিষয় নিয়েও শুরু হয় ভাগাভাগি। অবশেষে সমস্তকিছুর ঢাল হয়ে দাঁড়ায় পর্ণা। প্রশ্ন একটাই পর্ণা কি পারবে এই ভাগাভাগি আটকাতে ? ঠাম্মিকে দেওয়া কথা রাখতে ?