বিগত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'গাঁটছড়া' । প্রাপ্ত নম্বর ১০.৩ । তবে, গত সপ্তাহের থেকে এবার অনেকটাই পিছিয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Bangla serial TRP) ।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'ধুলোকণা' ও 'আলতা ফড়িং' । দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৯.৩ ও ৯.১ । একসময় একনম্বরে থাকা জি বাংলার ধারাবাহিক মিঠাই ৮.৬ রেটিং নিয়ে একধাক্কায় নেমে এসেছে চতুর্থ স্থানে । পঞ্চম স্থানে জায়গা করে নিল 'আয় তবে সহচরী' । আর ষষ্ঠ স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'মন ফাগুন' ।
একনজরে এ সপ্তাহের টিআরপি তালিকা
গাঁটছড়া- ১০.৩
ধূলোকণা- ৯.৩
আলতা ফড়িং- ৯.১
মিঠাই- ৮.৬
আয় তবে সহচরী- ৮.৩
অনুরাগের ছোঁয়া ও মন ফাগুন- ৮.১
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৯
গৌরী এলো- ৭.৮
খুকুমণি হোম ডেলিভারি- ৭.৫