বেশ কিছু দিন বিরতির পর 'রাঙা বউ' ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। 'ত্রিনয়নী'র মতো এই ধারাবাহিকেও তাঁর বিপরীতে অভিনেতা গৌরব চৌধুরী। মাত্র কয়েকদিনেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে 'পাখি'। একদিকে স্বামীর স্মৃতিভ্রম অন্যদিকে বড় জা-য়ের চক্রান্ত সব কিছুর সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছেন পাখি৷ এবার আনন্দবাজার অনলাইনে, শ্রুতি জানালেন ভুতুড়ে অভিজ্ঞতার কথা।
Sonali Kulkarni : 'ভারতীয় মহিলারা অলস', মন্তব্যের পর ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী সোনালী কুলকার্নি
শ্রুতি জানান, আগে তিনি শুনেছিলাম সেখানে একজন অল্প বয়সী মেয়ে মারা গিয়েছিল। সেই নাকি মাঝে মাঝে জানান দেয়৷ শ্রুতি জানান, " এক দিন আমরা গল্প করছিলাম। দেখলাম টেবিলে রাখা একটা জিনিস নিজের থেকেই সরে অন্য জায়গায় চলে গিয়েছে! তখনই বুঝলাম কিছু সত্যিই রয়েছে।” গৌরব যদিও হালকা হেসে সে কথা উড়িয়ে দিয়ে জানান, 'শুনেছি ভূত আছে, তবে সে ভাল ভূত।'