অপেক্ষার অবসান। ফের টেলিভিশনের পর্দায় আসতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি (Dadagiri 10)। যদিও এখনও দাদাগিরির এই নতুন সিজন নিয়ে চ্যানেলের তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে,জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly ) ইতিমধ্যেই ১০ নম্বর সিজেনের কথা ঘোষণা করে দিয়েছে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন সৌরভ। যেখানে দেখা যাচ্ছে সেটে আলো আঁধারির মধ্যে নীল রঙের স্যুট আর সাদা শার্ট পরে বসে রয়েছেন সৌরভ। চোখে রয়েছে চশমা, পায়ে কালো জুতো আর মুখ জুড়ে চেনা হাসি। ছবির ক্যাপশনে লিখেছেন, 'দাদাগিরি সিজন ১০'।
আরও পড়ুন - দেখতে দেখতে ৩৬-এ পা, জন্মদিনে প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
মুহূর্তেই ভাইরাল হয়েছে সৌরভের পোস্ট। তবে, কবে থেকে পর্দায় ফিরবে এই শো সেই বিষয়ে কিছু জানা যায়নি। খুব সম্ভবত ডান্স বাংলা ডান্স শেষ হলেই শুরু হবে দাদাগিরি। সেপ্টেম্বর মাসে নাগাদ শুরু হতে পারে শুটিং।