আবার ভাইরাল হল মেট্রোর ভেতরের একটি দৃশ্য। কলকাতা নয়, দিল্লির। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লি মেট্রো। মেট্রোর মারপিটের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোয় সফর করছিলেন দুই পুরুষ যাত্রী। প্রাথমিক কথা কাটাকাটি বদলে যায় মারপিটে। একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি চালাতে থাকেন তাঁরা। মেট্রোর যাত্রীরা তাঁদের শান্ত করার চেষ্টা করলেও লাভ বিশেষ হয়নি।
ভিডিয়োটি প্রকাশ্যে মেট্রোতে ভ্রমণ করার সময় যাত্রীদের সঠিক আচরণ করার অনুরোধ করে বিবৃতি জারি করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।