Subhankar Chatterjee: বার বার ক্ষমা চেয়েছেন শুভঙ্কর, ফেসবুক থেকে পোস্ট ডিলিট করলেন অভিযোগকারিনী

Updated : Jan 26, 2023 20:03
|
Editorji News Desk

মত্ত অবস্থায় তাঁকে ভিডিয়ো কল করেছিলেন 'মিরাক্কেল', 'দাদাগিরি'র পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ( Subhankar Chatterjee)। যা নিয়ে সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে অভিযোগকারিনী শ্রেয়সী চক্রবর্তীর কাছে ক্ষমাও চেয়েছেন পরিচালক।

শুভঙ্কর অনুরোধ করেছিলেন পোস্টটি ডিলিট করে দিতে। কিন্তু শ্রেয়সী রাজি ছিলেন না তাঁর ফেসবুক পোস্টটি ডিলিট করতে। কিন্তু একের পর এক ফোন কলে রীতিমতো জেরবার তিনি। সেই কারণেই এবার সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ডিলিট করলেন শ্রেয়সী। ফেসবুকে আরও একটি পোস্ট করে জানালেন, এই বিষয়ে তিনি ভবিষ্যতে আর কোনও আলোচনা চান না। 

 বৃহস্পতিবার শ্রেয়সী চক্রবর্তী নামের ওই মহিলা অভিযোগ জানিয়ে ফেসবুকে লেখেন, বুধবার ২.১৭ থেকে ৩টে পর্যন্ত শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁকে ২৪বার ভিডিয়ো কল করেছিলেন। তিনি আরও জানান, শুভঙ্করের সঙ্গে তাঁর কোনও পূর্বপরিচিতিও নেই। শ্রেয়সী লিখছেন, 'শেষে বিরক্ত হয়ে নিজের ভিডিয়ো বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।' 

আরও পড়ুন- ‘জগদ্ধাত্রী’র কুর্সিতে জোর ধাক্কা, TRP তালিকায় এবারের বেঙ্গল টপার কে ?

এই নিয়ে বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর শুভঙ্কর  চট্টোপাধ্যায় ক্ষমা চেয়ে নেন ফোন করে। অনুরোধ জানান যাতে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু পোস্ট ডিলিট করতে চাননি শ্রেয়সী। তিনি জানিয়েছিলেন, পরিচালকের Appology তিনি গ্রহণ করেছেন। কিন্তু পোস্ট ডিলিট করবেন না। কিন্তু তার পরেও অনবরত ফোন কলের জেরে পোস্টটি ডিলিট করে দেন শ্রেয়সী। 

আরও একটি পোস্ট করে তিনি লেখেন, 'অনেক বিব্রত হয়েছি। অনেক ফোন এসেছে। আর পারছি না। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি তা গ্রহণ করলাম এবং এই বিষয় নিয়ে আগামী দিনে আর কোনও আলোচনা হোক, সেটা চাই না।' 

DadagiriSubhankar ChatterjeeFacebook Mirakkel

Recommended For You

editorji | বিনোদন

Shyam Benegal passed away : চিরন্তন লোকে বেনেগাল, শ্যামের স্মৃতিতে ডুব নাসির থেকে অমিতাভের

editorji | বিনোদন

Jeet's Daughter: বছর শেষে বড় চমক, একরত্তি বয়সেই ক্যামেরার সামনে জিৎ কন্যে নবন্যা

editorji | বিনোদন

Christmas 2024 : গোপালের সান্টা পোশাক থেকে নতুন সান্টা চশমা...নজর কাড়ছে ক্রিসমাসে, বাজার কেমন ?

editorji | বিনোদন

Khadaan : সেলফি তুলতে গিয়ে স্বপ্নপূরণ, দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার 'জাবরাফ্যান' রাইমার

editorji | বিনোদন

Khadaan Boxoffice: বক্সঅফিসে গর্জন 'বাপ এসেছে', জন্মদিনের আগেই ২ কোটির ক্লাবে দেবের 'খাদান'