ডায়াপার পরে রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও শুট করে বিপাকে ইউটিউবার স্যান্ডি সাহা। ভিডিওর জেরে স্যান্ডিকে আটক করে পুলিশ। দিতে হয়েছে জরিমানাও।
আগেও নানা সময়ে ভিডিও আপলোড করে বিতর্কে জড়িয়েছেন স্যান্ডি। মা উড়ালপুলে গাড়ি থামিয়ে ভিডিও করা নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল।
গত ২৭ মার্চ পোস্ট করা ভিডিওটি নিয়ে নতুন করে সমস্যার সূত্রপাত। রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও করার অভিযোগেই স্যান্ডিকে আটক করে রেল পুলিশ। শাস্তিস্বরূপ জরিমানাও হয় জনপ্রিয় এই ইউটিউবারের।
স্যান্ডির বক্তব্য, ওই ট্র্যাকে কোনও ট্রেন চলেনা, স্থানীয়দের থেকে এমনটা জেনেই ভিডিও করেছিলেন তিনি। আগামী দিনে তাঁকে ভিডিও করার আগে সংশ্লিষ্ট আইন সম্পর্কে অবগত হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।