ক্যালেন্ডারের পাতা শেষ। ২০২৩-এর পেরিয়ে ২০২৪ সালে পা রেখেছে দুনিয়া। আর সেই নতুন বছরে ফিরে ফিরে আসে পুরনো ইতিহাস। বছরের প্রথম দিনটির সঙ্গেও অনেক ইতিহাস জড়িয়ে। দেখে নিন বছরের প্রথম দিন কী হয়েছিল।
উর্দুর বিখ্যাত শায়ের রাহত ইন্দোরির জন্মদিবস ১ জানুয়ারি। শায়েরির দুনিয়ায় তাঁর কদর দেশজোড়া। ১৯৫০ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। মঞ্চে উঠলে, তাঁর প্রত্যেকটি লাইন মানুষের হৃদয়ে গেঁথে যেত।
১ জানুয়ারির সঙ্গে জড়িয়ে ভারতীয় দণ্ডবিধি। ১৮৬২ সালে ১ জানুয়ারি ব্রিটিশ আমলে প্রথম ইন্ডিয়ান পিনাল কোডের দণ্ড সংহিতা চালু হয়। এরপর সেই দণ্ডবিধি একাধিকবার সংশোধন করা হয়েছে।
১৯৫৯ সালে এই দিনই বাতিস্তা সরকারে পতন হয়। গেরিলা যুদ্ধের মাধ্যমে বাতিস্তা সরকারের পতনের নেপথ্যে ছিলেন ফিদেল কাস্ত্রো। সঙ্গী ছিলেন চে গেভারা। ১৯৫৯-২০০৮ সাল পর্যন্ত কিউবার প্রধান ছিলেন তিনি। ২৫ নভেম্বর, ২০১৬ সালে প্রয়াত হন ফিদেল কাস্ত্রো।