প্রত্যেকটি দিন ইতিহাসের সঙ্গে জুড়ে থাকে। ১০ ডিসেম্বরের ইতিহাসের সঙ্গে জুড়ে আছে মানবাধিকার সংরক্ষণ। ১০ ডিসেম্বর দেশজুড়ে পালিত হয় জাতীয় মানবাধিকার দিবস। ১৯৫০ সালের ১০ ডিসেম্বর এই দিনটিকে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়। প্রত্যেক নাগরিক যাতে স্বাস্থ্য, আর্থিক স্বাধীনতা, সামাজিক ক্ষেত্র ও শিক্ষার অধিকার পায়, তার জন্য এই দিন পালিত হয়।
১০ ডিসেম্বরের সঙ্গে জুড়ে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম। ১৮৯৬ সালে এই দিনই প্রয়াত হন ডায়নামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেল। ১৯০১ সালে ১০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। তাঁর পেটেন্টের টাকাতেই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
১০ ডিসেম্বরের সঙ্গে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটও। এদিনই ২০০৪ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১০ উইকেট তুলে রেকর্ড গড়েন অনিল কুম্বলে। টেস্টে ক্রিকেটে ৯৫৩ উইকেট তুলে নেন। দেশের হয়ে ৪০১ ম্যাচ খেলেও রেকর্ড গড়েন কুম্বলে।