পুরীর জগন্নাথ মন্দিরের হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে আহত ১০ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার। এই ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় জগন্নাথধামে। আহতদের দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রশাসন সূত্রে খবর, শুক্রবার জগন্নাথ মন্দিরে মঙ্গলআরতি চলছিল। সেই সময় ভক্ত সমাগমও হয়েছিল। হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার উপক্রম হয় ভক্তদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, সব তীর্থযাত্রীদের একই সঙ্গে মন্দিরে ঢোকানো হয়। তার জেরেই মন্দিরে বিশৃঙ্খলা তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, নাটমন্ডপ ও জয়-বিজয় দ্বারের কাছে পর্যাপ্ত ব্যারিকেড ছিল না। ফলে ভিড় সামলানো যায়নি। স্থানীয়রা মন্দির প্রশাসনের দিকেই তোপ দাগেন। এই অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে আশ্বাস মন্দির কর্তৃপক্ষের।