উড়িষ্যার ছয় জেলায় বজ্রপাত হয়ে মৃত্যু (Death Due To lightning) হল অন্তত ১০ জনের। শনিবার তুমুল বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাত হয় উড়িষ্যায়। মৃত দশজনের মধ্যে চারজন খুরদার, দু'জন বোলানগিরের। আঙ্গুল, বাউধ এবং জগতসিংপুরের একজন করে মোট তিন জনের মৃত্যু হয়েছে। খুরদায় আরও তিনজন জখম হয়েছেন।
আগামী চারদিনে উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার বিকেলে দেড় ঘণ্টার মধ্যে ভুবনেশ্বরে ১২৬ মিলিমিটার এবং কটকে ৯৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।